প্রিন্ট এর তারিখঃ Jan 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
হাদির গুলিবিদ্ধের ঘটনায় আবুল কাউসার আশা'র নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ আপডেট : জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক ও ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই একজন প্রার্থীকে লক্ষ্য করে এমন সশস্ত্র হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মূলত নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার জন্য পরিকল্পিত ও সুসংগঠিত একটি চক্রান্ত।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই। যারাই এ ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এছাড়া বিবৃতিতে তিনি বলেন, ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এই হামলা প্রমাণ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে নাজুক।
এমতাবস্থায় নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে আমরা আশা করি, ভোটগ্রহণের আগেই দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট